সংবাদ বিজ্ঞপ্তি : প্রেসক্লাবের শৃংঙ্খলা বিরোধী কার্যকলাপের দায়ে রাজশাহী প্রেসক্লাব থেকে তিন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত সদস্যরা হলেন, এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট শ.ম সাজু, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপু এবং এসএ টিভি ও দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম।
উল্লেখ্য, ইতোপূর্বে ক্লাবের শৃংঙ্খলা বিরোধী কার্যকলাপের দায়ে তাদের সদস্যপদ স্থগিত এবং বিগত কার্যনির্বাহী সভায় তাদের বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। একই সাথে কার্যনির্বাহী সভায় নগরীর যেসকল সাংবাদিকবৃন্দ রাজশাহী প্রেসক্লাব দখল, হামলাসহ বিভিন্ন ষড়যন্ত্রের সাথে লিপ্ত থেকে নেতৃত্বদান করেছেন তাদেরকে আজীবনের জন্য রাজশাহী প্রেসক্লাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিএ..