খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: শেষ অঙ্ক যে এমন হবে, তাও অবিশ্বাস্য। সবাইকে চমকে দিয়ে রবিবার ভোর রাতে চলে গেলেন শ্রীদেবী।
শাহরুখ খানের রেড চিলিজ প্রোডাকশনের ‘জিরো’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা যাবে শ্রীদেবীকে। আনন্দ এল রাই-য়ের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শাহরুখ নিজে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে করিশমা কপূরকেও।
গৌরী শিন্ডের ছবি ‘ইংলিশ ভিংলিশ’ দিয়ে শ্রীদেবীর কামব্যাক। ইংরেজি-না-জানা মায়ের চরিত্রে অভূতপূর্ব অভিনয় দর্শক ও সমালোচক, দুই মহলকেই চমকে দিয়েছিল। বেশ কিছুদিন রুপোলি জগত থেকে বিরতি নিয়েছিলেন তিনি। গত বছর ‘মম’ ছবিতে তাঁর অপূর্ব অভিনয় এখনও সবার মনে উজ্জ্বল। বলিউডে তাঁর সিংহাসনও হল শূন্য! জীবনের শেষে শূন্যতাই রেখে গেলেন তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখ