খবর ২৪ঘণ্টা ডেস্ক: নিজেদের প্রথম দুই ম্যাচে সৌদি আরব ও রাশিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে শেষ ষোলতে জায়গা করে নেওয়া স্বাগতিক রাশিয়ার জালে ম্যাচের শুরুতেই বল পাঠিয়েছেন সুয়ারেজ। দুর্দান্ত ফ্রিকিক গোলে উরুগুয়েকে এগিয়ে নেন তিনি। খেলার ১০ মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলটি করেন বার্সেলোনার এই তারকা স্ট্রাইকার।
এর আগে বিশ্বকাপে ‘এ’ গ্রুপ থেকে আগেই শেষ ষোলো নিশ্চিত করে রেখেছে রাশিয়া ও উরুগুয়ে। সামারা এরিনায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া এ ম্যাচে যে দল জিতবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
খবর ২৪ঘণ্টা/ নই