খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ডাদেশের প্রতিবাদে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ জুমা সারাদেশে বিক্ষোভ ডেকেছে বিএনপি।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। দুপুরে রাজধানীর বকশীবাজারে অস্থায়ী বিশেষ আদালতে খালেদার বিরুদ্ধে সাজা ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
ফখরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, তাতে বর্তমান রাজনৈতি সংকট আরও ঘনীভূত হবে। বিচারব্যবস্থার ওপর থেকে দেশের মানুষের আস্থা চলে যাবে।
তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে গত তিন দিন ধরে সরকার যুদ্ধাবস্থা তৈরি করেছে দেশে।
খালেদা জিয়া আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল জানিয়ে ফখরুল বলেন, আইনের প্রতি শ্রদ্ধা থেকেই খালেদা প্রত্যেক সময় আদালতে উপস্থিত হয়েছেন, হাজিরা দিয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ