খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: কেরিয়ারের তৃতীয় রোটারডাম ওপেন জিতে বিশ্বব়্যাংকিংয়ের শীর্ষে ফেরার মুহূর্তটা স্মরণীয় করে রেখেছেন রজার ফেডেরার৷ স্বাভাবিকভাবেই তৃপ্ত দেখাচ্ছে রজারকে৷ আত্মতুষ্টি লুকিয়েও রাখলেন না সুইস কিংবদন্তি৷ টুর্নামেন্টের শেষে ফেডেক্স নিজেই জানালেন, কেরিয়ারের অন্যতম সেরা সপ্তাহ কাটালেন রোটারডামে৷
ইতিহাসের বয়স্কতম এক নম্বর ফেডেরার একতরফা ফাইনালে ৬-২, ৬-২ স্ট্রেট সেটে পরাজিত করেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে৷ এটিপি কেরিয়ারের ৯৭ তম খেতাব জয়ের পর কাউন্ট ডাউন শুরু হয়েগিয়েছে শততম ট্রফির৷ তার আগে ফেডেরার বলেন, ‘অসাধারণ একটা সপ্তাহ কাটল৷ অন্তত সেমিফাইনাল পর্যন্ত পৌঁছনোর লক্ষ্যে সপ্তাহ শুরু করেছিলাম৷ শেষমেশ চ্যাম্পিয়ন হতে পেরেছি৷ দারুণ লাগছে৷’
রজার আরও বলেন, ‘দীর্ঘ ছ’বছর পর আবার এক নম্বরে ফেরা অবিশ্বাস্য মনে হচ্ছে৷ এটাই আমার কেরিয়ারের অন্যতম সেরা সপ্তাহ’
রজারের ঝুলিতে ৯৭টি এটিপি ট্রফি৷ সামনে শুধু কোনর্সের ১০৯ খেতাব৷ রজার নিজে অবশ্য এখনই ১০৯ পর্যন্ত ভাবছেন না৷ আপাতত তাঁর লক্ষ্য ১০০-র ঘরে ঢোকার৷ তাঁর কথায়, ’৯৭ মানে এখনই ১০০ নয়৷ কোনর্সের কাছাকাছি পৌছতে হলে আমাকে আরও বেশ কিছুদিন সুস্থ ও ফিট থাকতে হবে৷ পেশাদার সার্কিটে ছবি বদলে যেতে খুব বেশি সময় লাগে না৷ বিশেষ করে কেরিয়ারের এই পর্যায়ে অনেক দূরের কথা না ভাবাই উচিত৷ তাই ১০০-য় নজর থাকলেও পরের কথা পরে ভাবা যাবে৷
খবর২৪ঘণ্টা.কম/রখ