খবর ২৪ঘণ্টা ডেস্ক: গত সপ্তাহে স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালে নিক কির্গিয়সকে হারিয়ে রাফায়েল নাদালের কাছ থেকে বিশ্ব ব়্যাংকিংয়ে এক নম্বরের মুকুট ছিনিয়ে নিয়েছিলেন ফেডেরার৷ হ্যালে গ্যারি ওয়েবার ওপেনের ফাইনালে ক্রোয়েশিয়ার বোর্না কোরিচের কাছে হেরে শীর্ষে ওঠার সাপ-লুডোয় পুনরায় পিছিয়ে পড়লেন রজার৷ সুইস কিংবদন্তিকে সরিয়ে সিংহাসনে ফেরা নিশ্চিত হয়ে গেল স্প্যানিশ তারকার৷
ব়্যাংকিং নিয়ে ব্যক্তিগত এই ডুয়েল শুরু হয়েছিল এক দশক আগে৷ ২০০৪’এর ২ ফেব্রুয়ারি অ্যান্ডি রডিককে সরিয়ে প্রথমবার এটিপি ব়্যাংকিংয়ের এক নম্বরে উঠেছিলেন ফেডেরার৷ চার বছর পর ফেডেরারের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নেন নাদাল৷ ২০০৮’এর ১৮ অগস্ট নাদাল উঠে আসেন বিশ্বব়্যাংকিংয়ের শীর্ষে৷ ২৩৭ সপ্তাহ পর রজারকে সিংহাসন চ্যুত করেন তিনি৷
২০০৯’এর ৬ জুলাই নাদালের কাছ থেকে হৃত সাম্রাজ্য পুনরুদ্ধার করেন ফেডেক্স৷ ২০১০’এর ৭ জুন আবার ব্যাটন আসে রাফার হাতে৷
মাঝে ব়্যাংকিং তালিকায় ল্যাং মারার খেলা ঢুকে পড়েন নোভাক ডকোভিচ ও অ্যান্ডি মারে৷ গত বছর অগস্টে এসে আবার শুরু হয় রাফা-রজার সাপ-লুডো৷ ২০১৭’র ২১ অগস্ট বিশ্বব়্যাংকিংয়ের এক নম্বরে ফেরেন নাদাল৷ এবছর ফেব্রুয়ারি পর্যন্ত ২৬ সপ্তাহ রাজত্ব চালানোর পর ফেডেরার ফেরেন লড়াইয়ে৷ সেই থেকে ক্রমান্বয়ে ফেডেরার ও নাদালের এক নম্বরে ওঠা-নামার ধারাবাহিকতা বজায় রয়েছে৷
চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি নাদালকে সরিয়ে রজার, ২ এপ্রিল ফেডেরারকে ছিটকে দিয়ে রাফা, ১৪ মে রজার, ২১ মে নাদাল, ১৮ জুন ফেডেরার এবং ২৫ জুন সর্বশেষ স্প্যানিশ কিংবদন্তির শীর্ষে ওঠা৷
হ্যাল ওপেনের খেতাব ধরে রাখতে পারলে অবশ্য ফেডেরার এক নম্বরে টিকে যেতেন আরও কিছুদিন৷ কিন্তু খেতাবি লড়াইয়ে কোরিচের কাছে ৬-৭(৬/৮), ৬-৩, ২-৬ সেটে হেরে বসেন তিনি৷
খবর ২৪ঘণ্টা/ নই