নিজস্ব প্রতিবেদক :
শিশুর উপর শারীরিক ও মানসিক, সেক্সুয়াল ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র্যালিটি স্কুল মাঠ থেকে শুরু হয়ে রাজাবাড়ীহাট কলেজ প্রদক্ষিণ করে আবার স্কুল মাটে ফিরে আসে। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিমুল আকতার। অতিথি ছিলেন,
গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান এবং দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতারুজ্জামান। রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করান। তারা যেন মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, বাল্য বিবাহমুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর হয়। সভায় অন্যদের মধ্যে রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহ মোহাম্মদ, অভিভাবক এবং এসিডি’র কর্মকমর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এস/আর