খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কুমিল্লার হোমনায় পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে পথচারী ওই শিশু। বুধবার রাত সোয়া ৮টার দিকে জেলার হোমনা উপজেলার কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাহাবুদ্দিন (৩৫) ও আবুল হোসেনের ছেলে রাজু আহমেদ (২৭)।
হোমনা থানার ওসি মো. আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে করে দু’জন মুরাদনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ রাস্তা পারাপারের জন্য মোটরসাইকেলের সামনে চলে আসে এক শিশু। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তি নিহত হন। এ সময় আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর২৪ঘন্টা/নই