চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক শিশুকে কু-প্রস্তাব দেয়ার অভিযোগে আবদুল গফুর নামে এক মসজিদের হুজুর কে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি পৌর এলাকার শেখটোলা গ্রামের মৃত তুফান শেখের ছেলে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ১৪ টি নাশকতার মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি শিকদার মো.মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আটক আবদুল গফুর পৌর এলাকার রসুলপুর গন্ডাতোলা গ্রামের একটি মসজিদে শিশু বাচ্চাদের ইসলামী শিক্ষা পড়াতেন। এর সুযোগে বেশ কয়েকজন শিশুকে সে বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তাসহ কু -প্রস্তাব দিত।
বিষয়টি জানাযানি হওয়ার পর রোববার (১৬ডিসেম্বর) সন্ধ্যায় আবদুল গফুর কে আটক করে পুলিশে খবর দেয় গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থল হতে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। ওসি আরও জানান,আটক আবদুল গফুরের বিরুদ্ধে থানায় ১৪ টি নাশকতার মামলা রয়েছে। সোমবার আদালতে পাঠানো হবে।
খবর২৪ঘণ্টা, জেএন