চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হত্যা মামলার অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি- চককীর্তি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য লহালামারী সাহেবগ্রামের মৃত নায়েব আলীর ছেলে ইয়াসিন আলী ওরফে ফিটু (৫০)।
শিবগঞ্জ থানার এসআই রিপন কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার পালশা এলাকা থেকে ইয়াসিন আলী ওরফে ফিটুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় জিআর ২৬৫/১৬ হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তিনি আরও জানান, গ্রেফতার এড়ানোর ভয়ে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
খবর ২৪ঘণ্টা/ নই