নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ফরিদপুরে দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলো, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সসরাইল গ্রামের মৃত মুনছুর মোল্লার ছেলে আলমগীর মোল্লা (৩০) ও শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া গ্রামের মৃত দুখু মিয়ার ছেলে নজরুল ইসলাম @ আতাউর (৪০)। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১,
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ৮ নভেম্বর রাতে শিবগঞ্জ থানাধীন সোনামসজিদ জালশুকারবিল এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আলমগীর ও আতাউরকে বিদেশী পিস্তল ৭.৬৫ মিঃমিঃ একটি, ম্যাগাজিন ২টি, গুলি ৪ রাউন্ড ও ঢাকা-চাঁপাই বাসের টিকেটসহ হাতেনাতে গ্রেফতার করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরো জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।