চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের তিন নেতাকে গোপন বৈঠকের সময় ৫শ গ্রাম গানপাউডারসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হল-উপজেলার শাজবাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ও মৃত মমতাজ আলীর ছেলে আবদুস সাত্তার (৫৪) শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে আনজারুল ইসলাম (৪০) ও শাহবাজপুর ইউনিয়নের নামো চাকপাড়ার নকিমুদ্দিনের ছেলে এনামুল হক জিন (৫১)।
শিবগঞ্জ থানার ওসি শিকদার মশিউর রহমানের দাবি,বুধবার গভীর রাতে বেশ কয়েকজন জামায়াত নেতা শাহবাজপুর এলাকার নলডুবরি দাখিল মাদ্রাসা এলাকার একটি আম বাগানে গোপণ বৈঠক করছে এমন সংবাদে অভিযান চালিয়ে তাদের ৫শ গ্রাম গানপাউডারসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই