চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে সাদিকুর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার চকপাড়া সীমান্তের ১৮৩-৪ এস পিলারে ১০০ গজ দূরে জামতলা ব্রিজের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদিকুর উপজেলার মোল্লাটোলার-উপ চকপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ- ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতভোর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোনো গুলির আওয়াজ পাওয়া যায়নি। বিজিবিও কোনো গুলি চালায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরাচালানীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে। শিবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিএ/