চাঁপাই ব্যুরো: শিবগঞ্জ উপজেলা থেকে চাঁপাই নবাবগঞ্জ শহরে তিন চাকার মাহিন্দ্রা গাড়ি প্রবেশে ট্রাফিক পুলিশ বাধা দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও পথসভা করেছে শিবগঞ্জ উপজেলা থ্রি-হুইলার মালিক সমিতি। শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এ মানববন্ধন কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি চলা পথসভায় বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের তথ্য সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, জেলা থ্রি-হুইলার চালক সমিতির সাধারণ সম্পাদক রাসেল আলী, শিবগঞ্জ থ্রি-হুইলার মালিক সমিতির সভাপতি মালেক মৃধা, সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, প্রচার সম্পাদক আলাউদ্দিনসহ অন্যরা। সভায় বক্তারা বলেন- সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘোষণার পরেও শিবগঞ্জ উপজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরে তিন চাকার মাহিন্দ্রা গাড়ি প্রবেশ করতে দিচ্ছে না ট্রাফিক পুলিশ। অথচ তিন চাকার যাত্রী পরিবহন গাড়ি অটো রিকশা, মিশুক, ভটভটি, সিএনজি গাড়ি শহরে প্রবেশ করছে। কিন্তু মাহিন্দ্রা গাড়িতে যাত্রী নিয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বক্তারা বলেন- গত নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে রাজধানী রমনা পার্কে ইউরো আশিয়ানো রেস্তোরায় অনুষ্ঠিত জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সভায় সড়ক ও মহাসড়কে ইজিবাইক, নসিমন, করিমন, ভটভটিসহ তিন চাকার যানবাহন চলাচলের বিরুদ্ধে অভিযান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্তের পর সারাদেশেই তিন চাকার থ্রি-হুইলার গাড়িগুলো জেলা শহরে চলাচল করলেও শুধুমাত্র শিবগঞ্জ উপজেলার মাহিন্দ্রা গাড়িগুলোকে জেলা শহরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অথচ জেলা সদরের মাহিন্দ্রাগুলোকে যথাযথভাবে শহরে চলাচল করছে। গত ২৯ নভেম্বর সেতুমন্ত্রী একদিনের সরকারি সফরে চাঁপাইনবাবগঞ্জ আসলে শিবগঞ্জ উপজেলা থ্রি-হুইলার মালিক সমিতির স্বাক্ষরিত একটি আবেদনপত্র সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর প্রদান করেন বলে বক্তারা জানান। এছাড়াও ইতোপূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট একই ধরণের আবেদনপত্র প্রদান করেছেন বলে পথসভায় জানানো হয়। জেলা সদর সমিতির তিন চাকার গাড়ি সদরে অবাধে চলাচল করছে। শুধুমাত্র শিবগঞ্জ উপজেলা থ্রি-হুইলার মালিক সমিতির মাহিন্দ্রা গাড়িগুলোকে সদরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অবিলম্বের থ্রি-হুইলার মাহিন্দ্রা গাড়িগুলো চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রবেশের অনুমতি দিয়ে বৈষম্য দূরীকরণের অনুরোধ জানিয়েছেন বক্তারা। ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি মেনে নেয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। পথসভায় বক্তারা আরও বলেন- স্থানীয় পুলিশের রাত্রিকালীন টহলের জন্য তাদের মাহিন্দ্রা ব্যবহার করা হয়ে থাকে। এরআগে শিবগঞ্জ পাইলিং মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এসে মানববন্ধন ও পথসভায় মিলিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার থেকে চার শতাধিক মাহিন্দ্রা গাড়ির মালিক, চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা অংশ নেয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ