নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজার হতে সেতাব আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেতাব আলী পৌর এলাকার চক দৌলতপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
শিবগঞ্জ থানার এস আই জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান,শনিবার সকালে পদ্মা সিনেমা হলের পেছনে কামার পট্রিতে গলায় ফাঁষ লাগানো মরদেহ ঝুলতে দেখে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কোন দাবি না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে শিবগঞ্জ থানায় এক অপমৃত্যু মামলা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ