নিজস্ব প্রতিবেদক : শিশুরা জাতির ভবিষ্যৎ ও তাদের মধ্যে রয়েছে অপার সম্ভাবনা বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন। চলতি বছর জাতির জনকের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলার প্রতিটি স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার মূল্যবোধ সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার জন্য জেলা প্রশাসকে তিনি নির্দেশ প্রদান করেন। শনিবার রাজশাহী শিশু একাডেমি মিলনায়তনে শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, শিক্ষিত জাতি সমাজের বোঝা নয়, দেশের সম্পদ। শিশুদের মেধা ও মননশীলতা বিকাশে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা প্রশাসক মো. হামিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, উপসচিব মোসা. ফেরদৌসী বেগম এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুর কাদের উপস্থিত ছিলেন।
আর/এস