খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দপ্তরের দুইজনসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে মঙ্গলবার এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, সম্প্রতি ঘুষ ও দুর্নীতির অভিযোগে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও শিক্ষা মন্ত্রণালয়ে উচ্চমান সহকারী গ্রেপ্তার হন। সেইসাথে চলতি এসএসসি পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এসব নিয়ে ভাবমূর্তি সংকটে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর জের ধরেই ১১ জনকে বদলি করা হয়েছে।
শিগগিরই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা শিক্ষাবোর্ড, নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তরসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সংস্থায় বছরের পর বছর ধরে থাকা কর্মকর্তাদেরও বদলি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা.কম/রখ