পাবনা প্রতিনিধি: চাঁদার টাকা না পেয়ে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষকে প্রকাশ্যে মারধর, লাঞ্চিত এবং অন্যান্য শিক্ষকদের গালি-গালাজসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সরকারি এডওয়ার্ড কলেজ ইউনিট।
সকাল ১১টায় সরকারি এডওয়ার্ড কলেজ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্যে দেন সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ শহীদ মো. ইব্রাহীম, শিক্ষক পরিষদের সম্পাদক ডা. এ.কে.এম. শওকত আলী খান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব প্রফেসর কামরুল ইসলাম, প্রফেসর ড. মো. শাহজাহান, প্রভাষক রাজু আহমেদ, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন।
এসময় বক্তারা, উক্ত ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করেন।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।