বিনোদন ডেস্ক: শেষ মুহূর্তের প্র্যাক্টিস চলছে জোর কদমে৷ হঠাৎই কোমরের চোটের জন্য থামিয়ে দিতে হল রিহারসেল৷ ব্যাথা বাড়তেই সিদ্ধান্ত নেওয়া হল এবছর আইফায় পারফর্ম করতে পারবেন না শাহিদ কাপুর৷ ব্যাংকক থেকে ফিরে আসতে হল সোজা মুম্বই৷ ছবির শ্যুটিং চলাকালীন চোট পেয়েছিলেন শাহিদ৷ সেই ব্যাথা পুরোপুরি সারার আগেই কাজে নেমে পড়েছিলেন অভিনেতা৷ আইফায় নিজের হিট ট্র্যাকের ওপর পারফর্ম করবেন বলেই ঠিক ছিল সবকিছু৷ কস্টিউম রেডি, স্টেজ রেডি৷ পারফর্মেন্স শুরু হতে আর কয়েক ঘন্টা৷ তাঁদের আগেই সেই চোটেই আঘাত পেলেন অভিনেতা৷
ডাক্তারের উপদেশে বন্ধু করে দিতে হল প্র্যাক্টিস৷ এমনকি ক্যানসেল করে দিতে হল গোটা পারফরমেন্স৷ আইফার কতৃপক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হল শাহিদের জায়গায় ঢোকানো হবে অন্য কোনও পারফরমেন্স কিংবা উপস্থাপনা৷ শাহিদের চোটটা তেমন পুরনো নয়৷ শাহিদের আগামী ছবি ‘বাত্তি গুল মিটার চালু’র শ্যুটিং চলছিল উত্তরাখন্ডের তেহরিতে৷ সেখানেই এই দৃশ্য শ্যুট করার সময় কোমরে সজোরে আঘাত পেয়েছিলেন তিনি৷
ভলরকম চোট পাওয়ার পরও আঘাতটিকে এড়িয়ে যান অভিনেতা৷ কোনও রকমে ডাক্তার দেখিয়ে ফের শুরু করে দিয়েছিলেন শ্যুটিং৷ তখন ব্যাথা খানিক কম ছিল বলেই জানা গিয়েছে৷ তবে আইফার প্র্যাক্টিস শুরু হতেই মাথা চারা দিয়ে উঠল নতুন সমস্যা৷ আইফা মানেই হাই ভোল্টেজ পারফরমেন্স৷ জোরদার প্র্যাক্টিস৷ শাহিদের পারফরমেন্সের সময়সীমাও অনেকটা ছিল৷ পুরো এনার্জিতে প্র্যাক্টিস করতে গিয়ে পুরনো ব্যাথা আবার আঘাত পেলেন তিনি৷ সেই সময় শাহিদের পারফরমেন্সে মাত্র কয়েক ঘন্টা বাকি৷ এরম লাস্ট মোমেন্টে ক্যানসেল করতে হল শাহিদের পরিবেশনা৷ ডাক্তারের কথায়, এই অবস্থায় প্র্যাক্টিস করলে শরীরে আরও ক্ষতি হতে পারে৷
অগত্যা, আইফার কতৃপক্ষকে শাহিদ জানিয়ে দেন, তিনি পারফর্ম করতে পারবেন না৷ শাহিদের জায়াগায় পারফর্ম করলেন ববি দেওল৷ শাহিদের গোটা টাইম জুড়ে পারফর্ম করলেন ‘রেস থ্রি’র এই অভিনেতা৷ ‘রেস থ্রি’র গান এবং নিজের ছবির গানে নাচলেন ববি৷ তবে তিনি একা নন৷ সঙ্গে ছিলেন সলমনের এক্স গার্লফ্রেন্ড ইউলিয়া ভান্তুর৷ লাইভ গেয়ে দর্শকদের মুগ্ধ করেছেন ইউলিয়া৷ ববি দেওলের সঙ্গে পায়ে পা মিলিয়ে স্টেজও কাঁপিয়েছেন তিনি৷
দীর্ঘ সাত বছর পর সেলুলয়েডের দুনিয়ায় কামব্যাক করলেন ববি দেওল৷ ‘রেস থ্রি’র সাফল্যের পর ববির অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি৷ অন্যদিকে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’র তৃতীয় পার্ট নিয়ে আসতে চলেছেন দেওল পরিবার৷ ধর্মেন্দ্র-সানি-ববির রসায়ন দেখার জন্য অপেক্ষায় বসে তাঁদের ভক্তরা৷
খবর ২৪ঘণ্টা/ নই