খবর২৪ঘন্টা ডেস্ক: হ্যান্ডসেটের বাজারে জনপ্রিয়তায় এগিয়ে শাওমি। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজারে ছেড়েছে নতুন হ্যান্ডসেট। মডেল রেডমি ফাইভ এ। এটি সাশ্রয়ী দামের ফোন। অন্যদিকে ভারতের হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স এনেছে ভারত ফাইভ নামের একটি ফোন। এই ফোন দিয়ে শাওমিকে টেক্কা দিতে চায় মাইক্রোম্যাক্স।
মাইক্রোম্যাক্সের ভারত ফাইভে আছে ৫০০০ এমএএইচ। অন্যদিকে সেখানে রেডমি ফাইভে রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি।
৪জি এলটিই নেটওয়ার্ক কানেকটিভি রয়েছে মাইক্রোম্যাক্সের নতুন ফোনে।
ডুয়াল ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ভারত ফাইভে। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশও। রেডমি ফাইভ এ-তে ডুয়াল ক্যামেরা নেই।
ভারত ফাইভ চলবে ৭.০ অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিসেস্ট-এ।
মাইক্রোম্যাক্সের নতুন ফোনে র্যাম রয়েছে ২ জিবির। ফোনটির দাম হবে শাওমির রেডমি ফাইভ এর চেয়ে অনেক কম।
খবর২৪ঘন্টা/নই