নিজস্ব প্রতিবেদক :
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার কবরে পুষ্পস্তবক অর্পন করেছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়া রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার দুপুরে কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তর্বক অর্পন করেন মেয়র।মঙ্গলবার রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করে সরকার। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার
ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পন করেন মেয়র। আজ শুক্রবার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার কবরে পুষ্পস্তবক অর্পন করলেন মেয়র খায়রুজ্জামান লিটন। আজ শুক্রবার দুপুরে প্রথমে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তর্বক অর্পন করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি খায়রুজ্জামান লিটন। এরপর রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দদের সাথে পুষ্পস্তবক অর্পন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। পুষ্পস্তবক অর্পন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাসহ মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আর/এস