1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শরপুরে নৌকায় জুয়ার আসরে পুলিশি অভিযান, আটক ৪ নিখোঁজ ১ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

শরপুরে নৌকায় জুয়ার আসরে পুলিশি অভিযান, আটক ৪ নিখোঁজ ১

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শেরপুরে বাঙালি নদীর আওলাকান্দি এলাকায় নৌকায় জুয়ার আসরে মঙ্গলবার সন্ধ্যায় থানা পুলিশ অভিযান চালিয়ে আ’লীগ নেতা ও প্যানেল মেয়রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। পুলিশের হাত থেকে বাঁচার জন্য এক জুয়ারী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে বলে গুঞ্জন উঠেছে। এসময় একটি নৌকা, নগদটাকা, তাসসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আ’লীগ নেতা ও পৌরসভার প্যানেল মেয়র তাছির উদ্দিন (৫০),আল হেলাল (৩৮), মানিক তাম্বুলী (৩৬), রফিকুল ইসলাম (৪০)।

জানা যায়, সিরাজগঞ্জের কাজীপুর পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র তাছির উদ্দিন, ধুনট উপজেলার চান্দিয়াড় গ্রামের আজিজ শেখের ছেলে আল হেলাল, শেরপুর শহরের দত্তপাড়ার মৃত অনিন্দ্রনাথ তাম্বুলীর ছেলে মানিক তাম্বুলী, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলামসহ কয়েকজন দীর্ঘদিন ধরে বাঙ্গালি নদীতে নৌকা নিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে জুয়া খেলছিল।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর থানা পুলিশের এস আই ওসমান গুনি গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে বাঙ্গালি নদীর আওলাকান্দি এলাকায় গিয়ে নৌকায় জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করেন। অভিযানের সময় নৌকা, নগদ ৩৩হাজার ৪শ ৬০টাকা, তাসসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।

এসময় কাজিপুরের হরিনাথপুর আমিনা মুনসুর ডিগ্রি কলেজের প্রভাষক জুয়ারী আব্দুল হাই পুলিশের হাত থেকে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়ে সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ হয়েছে বলে তার নিকটাত্মীয় সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন হোসেন জানান, নিখোঁজের কথা শুনেছি। কিন্তু এখনো অভিযান শুরু হয়নি। এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃতদের জুয়া আইনের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে নিখোঁজ হয়েছে কি না সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

জেন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST