নিজস্ব প্রতিবেদক :
মেয়র হিসেবে শপথ নিয়ে রাজশাহীতে ফিরেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে ট্রেনযোগে তিনি ঢাকা থেকে রাজশাহী রেল স্টেশনে এসে পৌঁছান। রাজশাহী রেল স্টেশনে পৌঁছার পর দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্চা জানান। রাত ৮টার পর থেকেই আ’লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী রেল স্টেশনে অবস্থান নেন। তারা নবনির্বাচিত মেয়রকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। যেকোন ধরণের অপ্রিতীকর ঘটনা এড়াতে সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। রাসিকের নবনির্বাচিত কাউন্সিলররাও তাকে ফুলেল শুভেচ্ছা দেন। ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর মেয়র লিটন তার
বক্তব্যে বলেন, আ’লীগ নেতাকর্মীরা সিটি নির্বাচনের ৬ মাস আগে থেকে পরিশ্রম করে আমাকে বিজীয় করেছে। রাজশাহীর মানুষের আশা-আকাঙ্কার প্রতিফলনের জন্য পরিকল্পনা নেওয়া শুরু হয়েছে। জনগন যে আশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন তা পুরণ করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ নগর আ’লীগের অন্যান্য নের্তৃবৃন্দ।উল্লেখ্য, গত ৩০ জুলাই রাসিকের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন তিনি। চলতি মাসের ৫ সেপ্টেমবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সিলেট সিটি মেয়র আরিফুল চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান।
খবর২৪ঘণ্টা/এমকে