খবর২৪ ঘণ্টা , স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্ষেত্রে যারা দেশকে পদক এনে দিয়েছেন, তাদের কেন্দ্রের স্বাস্থ্যবিমায় অন্তর্ভুক্ত করার আবেদন জানালেন শচীন তেন্ডুলকার। অনেকক্ষেত্রেই পদক পাওয়া ক্রীড়াবিদরা বঞ্চিত থেকে যান। হকিতে অলিম্পিকে সোনার পদক পাওয়া মহম্মদ শাহিদের উদাহরণ টেনে শচীন তাঁর চিঠিতে প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘সমস্ত ক্রীড়াবিদদের তরফ থেকেই আপনাকে বলছি, যারা আন্তর্জাতিক ক্ষেত্রে দেশকে পদক দিয়েছেন, তাদের কেন্দ্রের স্বাস্থ্যবিমার আওতায় আনা হোক।’ কেন্দ্রীয় সরকারী কর্মচারীরাও এই বিমার সুবিধা পান। শচীন অতীতেও কেন্দ্রের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকে দেওয়া চিঠিতে এই আবেদন জানিয়েছেন। শচীন চিঠিতে আরও লিখেছেন, ‘সমস্ত ক্রীড়াবিদরা কেন্দ্রীয় সরকারি চাকরি পান না। কিন্তু পদক পাওয়া ক্রিকেটাররা যাতে চাকরির পাশাপাশি স্বাস্থ্যবিমা পান, তা বিবেচনা করলে ভাল হয়।’
খবর ২৪ ঘণ্টা.কম/ রখা