খবর ২৪ ঘণ্টা ডেস্ক: পাকিস্তানের লাহোরের দাতা দরবার মাজারের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবারের এই হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছে।
পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দাতা দরবার মাজারের ২ নং গেটের কাছে পুলিশের একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই মাজারটিতে প্রচুর লোক সমাগম হয়। এটা কি ধরনের বিস্ফোরণ ছিল তা জানা যায়নি। তবে পুলিশের ধারণা এটি একটি আত্মঘাতী হামলা।
লাহোরের ডিআইজি কর্মকর্তা আশফাক আহমেদ খান জানিয়েছেন, বিস্ফোরণে এলিট ফোর্সের তিন সদস্য নিহত হয়েছেন। হামলায় এক বেসামরিক নাগরিক এবং এক নিরাপত্তারক্ষীও প্রাণ হারিয়েছেন। হামলায় আহত আটজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মায়ো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই এলাকায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
খবর২৪ঘণ্টা, জেএন