লালপুরা প্রতিনিধি: বুধবার (২৫ এপ্রিল) সকালে নাটোরের লালপুর উপজেলার ‘গোপালপুর ডায়বেটিস সমিতি’র নির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও ডায়বেটিস সমিতির সভাপতি জনাব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সেবামূলক এই প্রতিষ্ঠানের প্রসার এবং সেবার মান উন্নয়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক মতামত ব্যক্ত করেন কমিটির সহ সভাপতি অধ্যাপক সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সদস্য অধ্যক্ষ বেলাল হোসেন, জনাব শামসুল ইসলাম, জনাব তৈইজ উদ্দিন, গোপালপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল বারী বাবলা, মহিলা কাউন্সিলর তহমিনা খাতুন প্রমূখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ