1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
লালপুরে ১৯ মাদকসেবীর কারাদন্ড - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

লালপুরে ১৯ মাদকসেবীর কারাদন্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
khobor24ghonta.com

লালপুর প্রতিনিধিঃ সোমবার রাতে নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৯ জন মাদক সেবনকারী আটক করে র‌্যাব-৫ নাটোর এর সদস্যরা। পরে রাত ১২টার দিকে চংধুপইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এর ভ্রাম্যমান আদালত আটককৃতদেও প্রত্যেককে ৩মাস করে কারাদন্ডাদেশ প্রদান করেন।

র‌্যাব ও ভ্রম্যমাণ আদালত সূত্রে জানা যায় উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের সাজদার রহমানের পুত্র সিয়াম খন্দকার (২৩), শ্রী হরিদাশ সরকারের পুত্র শ্রী অর্নব সরকার (২০), সলেমান খন্দকারের পুত্র সোহেল খন্দকার (২২), আব্দুলপুর চকতারা গ্রামে হফিজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বাগাতিপাড়া থানার লক্ষনহাটি গ্রামের শহিদুল ইসলামের পুত্র সুমন হোসেন (২৮), বাগাতিপাড়া থানার বাকুয়াদিয়াড় গ্রামের মিন্টুর পুত্র আরিফ (১৯), বাগাতিপাড়া থানার মৃত লিয়াকত আলীর পুত্র রোকসান জানি (২১),লালপুর থানার চকতারাপুর গ্রামের ওমর আলীর পুত্র হাফিজুল ইসলাম (২৮), লালপুর থানার চংধুপইল দাঁড়পাড়া গ্রামের আলামিনের পুত্র রানা (২৮), বাগাতিপাড়া থানার ভাটপাড়া গ্রামের তাহির উদ্দিনের পুত্র শহিদুল ইসলাম (৩০), গুরুদাসপুর থানার গপিনাথপুর গ্রামের মৃত আছাদ মোল্লার পুত্র শহিদুল ইসলাম (২৮), শোভ ব্রিজ এলাকায় অভিজান চালিয়ে বাগাতিপাড়া থানার লক্ষণহাটি গ্রামের ফরিদ উদ্দিনে পুত্র ফজলুর রহমান (৪৮), বাগাতিপাড়া থানার একডালা বাজার থেকে ইসমাইল হোসেনের পুত্র রাসেল (২৭), বাগাতিপাড়া থানার নওসার গ্রামের মৃত রমজান খানের পুত্র নজরুল ইসলাম (৪৫), বাগাতিপাড়া থানার বিহারকুল গ্রামের তুলছির পুত্র কানইলাল (৬৫), নলডাঙ্গা থানার বাধনগর গ্রামের মফিজ উদ্দিনের পুত্র তোতা সরদার (৪৪), লালপুর থানার বিহার কুল গ্রামের মৃত মনির উদ্দির মোল্লার পুত্র শাহিন মোল্লা (৬৫), বাগাতিপাড়া থানার তকিনগর গ্রামের মৃত বাদল মাল এর পুত্র জালাল (৪৫) ঐ গ্রামের মৃত গমেজ বালিথার পুত্র বাবলু (৪৫) এবং বাগাতিপাড়া থানার সোলাইপাড়া গ্রামের আমিন উদ্দিন এর পুত্র শাহীন আলীকে (২৬) আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST