1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
লালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

লালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে ভ্যানচালক স্বামী সাদ্দাম হোসেন (৩৬) কে আটক করেছে পুলিশ। আটক সাদ্দাম হোসেন উপজেলার মাঝগ্রাম দক্ষিণপাড়া গ্রামের তয়জাল প্রামানিকের ছেলে। পরে তাকে আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমুলক জবানবন্দী গ্রহণ শেষে জেল হাজতে পাঠিয়েছেন বিচারক। বুধবার বেলা ১১টার দিকে হত্যা রহস্য উদঘাটন সংক্রান্ত প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার বলেন, দুই বছর আগে নাটোরের লালপুর থানাধীন মাঝগ্রাম দক্ষিণপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন লহলামারী সাহেব গ্রামের তহুরুল ইসলামের মেয়ে শারমিন খাতুনের বিয়ে হয়। সাদ্দাম হোসেন পেশায় একজন ভ্যান চালক, তাই পরিবারে আর্থিক অভাব অনটন লেগেই থাকতো। পরিবারের অভাব ঘোঁচাতে তিন মাস আগে স্ত্রী শারমিন স্বামীর অনুমতি ছাড়াই ঈশ্বরদী ইপিজেডে চাকুরী নেয়। স্ত্রীর চাকুরীকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ দানা বাধে। এরই এক পর্যায়ে গত শনিবার (২৩ জানুয়ারী) রাতে তাদের মধ্যে ঝগড়া শুর হলে রাত সাড়ে এগারোটার দিকে

স্ত্রী শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় স্বামী সাদ্দাম। রবিবার ওই গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ।
গত সোমবার নিহতের ভাই রিপন আলী বাদী হয়ে লালপুর থানায় হত্যা মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান শুরু করে নাটোর জেলা পুলিশ । মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জ জেলার উল­াপাড়া থানাধীন গোপালপুর কয়েট্টা গ্রামে অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। ঐদিনই সাদ্দামকে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পরে তাকে জেল হাজতে পাঠান বিচারক।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST