লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে অটিজমসহ একিভূত শিক্ষা বাস্তবায়নের আওতায়উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন ১২ জন শিশু শিক্ষার্থীর মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এর সভাপতিত্ব উপজেলা অডিটোরিয়ামঅনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব সামগ্রী বিতরণ করেন নাটোর-১ ( লালপুর – বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
লালপুর উপজেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা
আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সদস্য ফিরোজ আল হক ভুইয়া, মাধ্যমিক শিক্ষা অফসার আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, ইউআরসি ইন্সট্রাক্টার সরোয়ার মোর্শেদ,সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, গোলাম রাব্বানী,জহুরুল ইসলাম, রতন কুমার পাল প্রমূখ।
এর পরে একই স্থানে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১৮ জন প্রতিবন্ধীদের মাঝ হুইল চেয়ার ও ২০ জন ভিক্ষুকদের মাঝে ৬০ টি ছাগল বিতরণ করা হয়।
জেএন