1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
লালপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরহী নিহত, আহত-১ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জানয়ারী ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

লালপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরহী নিহত, আহত-১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া-দয়রামপুর সড়কের ছিমলতলা নামক স্থানে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কালেগে ঘটনাস্থলেই জালাল উদ্দিন (২৬) ও শরিফ উদ্দিন (২৬) নামের ২জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় হাফিজ উদ্দিন (২৬) নামের অপর একজন আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ ডিসেম্বর) রাত সড়ে এগারার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন (২৬) বাগাতিপাড়া উপজেলার শেকপাড়া গ্রামের শাহ আলমের ছেলে ও শরিফ (২৬) লালপুর উপজেলার ধুপইল গ্রামের নজরুল ইসলামের ছেলে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে ডিগ্রী শেষ বর্ষের ছাত্র। আহত হাফিজ উপজেলার ধুপইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, রাত সাড়ে এগরাটার দিকে তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল ওয়ালিয়া থেকে ধুপইলে যাওয়ার পথে উক্ত স্থানে পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশ্বে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থালেই জালাল ও শরিফের মৃত্যু হয়। এসময় হাফিজ নামের অপর একজন আরোহী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে পাশ্ববর্তী মজুমদার ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের উদ্ধারকরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং আহতকে হাসপাতালে ভর্তিকরা হয়েছে।

খবর২৪ঘণ্টা/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST