বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের লালপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩২) কে আটক করেছে পুলিশ। তিনি কদিমচিলান ইউনিয়ন যুবলীগ সভাপতি ও কদিমচিলান গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সোমবার দুপুরে কদিমচিলানের ক্লিক মোড় থেকে তাকে আটক করা হয়। ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করতেন।
এছাড়াও তিনি আরো কয়েকজন মাদক ব্যবসায়ীকে দিয়ে মাদক ব্যবসা করাতেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ জুন) দুপুরে তাকে আটক করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ