লালপুর(নাটোর) প্রতিনিধি: করোনা থেকে রেহায় পেলোনা লালপুর। করোনায় যুক্ত হলো লালপুর। রাজশাহী ল্যাবে সোমবার পরীক্ষা করা নমুনার মধ্যে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পারভেজ (২৫) নামের একজন স্টাফ আক্রান্ত হয়েছেন বলে সোমবার সন্ধায় নাটোর সিভিল সার্জন নিশ্চিত করেছেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, খবর পেয়েই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তবে তার নাম ঠিকানা জানাতে আপত্তি জানান তিনি। ই-মেইল পেলে নিশ্চিত করে সব কিছু বলতে পারবো।
সত্যতা নিশ্চিত করে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানী দ্যুতি জানান, লালপুরে প্রথম একজন করোনা পজিটিভ হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি নতুন করে যাতে আর কেউ আক্রান্ত না হয় সে ব্যাপারে আরো কঠোর অবস্থানে যাবে প্রশাসন।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।