লালপুর (নাটোর)প্রতিনিধিঃ সোমবার দুপুরে নাটোরের লালপুরের পদ্মা নদীর তিলকপুর খেওয়া ঘাট এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জানান, দুপুরে স্থানীয়রা পদ্মা নদীর ওই এলাকায় ভাসমান একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরন করে। তিনি আরো জানান সম্ভবত ৪-৫ দিন পূর্বে তার মৃত্যু হয়েছে এজন্য তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য তার ছবি ও বিভিন্ন পরিচিতি দেশের বিভিন্ন স্থানে ও থানায় প্রেরণ করা হচ্ছে। উল্লেখ্য গত ৩১ জুলাই উপজেলার খলিশাডাঙ্গা নদী থেকে ওপর এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
খবর ২৪ঘণ্টা/ নই