লালপুর (নাটোর) প্রতিনিধি: সোমবার দুপুরে লালপুর-ঈশ্বরদী সড়কের আরামবাড়ীয়া বাজার সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় আশরাফুল ইসলাম খোকন (৩২) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। সে নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামের আবুল কালামের ছেলে।
থাণীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম খোকন লালপুর থেকে ঈশ্বরদী যাবার পথে দুপুর ১২ টার দিকে উক্ত স্থানে একই দিক গামী একটি ট্রাককে ওভারটেক করতে গেলে মোটর সাইলেল সহ সে ওই ট্রাকের পিছনের চাকার নিচে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় সোপর্দ করেছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্তব্যরত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান,লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।