লালপুর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামে এজাজুল করিম (২২) নামের এক পলিটেকনিক্যাল কলেজে পড়ুয়া ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আনছার আলীর ছেলে এবং পাবনা পলিটেকনিক্যাল কলেজের সিভিল শাখার ৩য় বর্ষের ছাত্র।
নিহতের পিতা আনছার আলী জানান, শনিবার রাতে খাবার শেষে নিজ ঘর ঘুমাতে যায় এজাজুল। রোববার সকালে বাড়ির লোকজন ডাকাডাকি করলে কোন সাড়া দেয়না এজাজুল। পরে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকলে তাকে ঘরের তীরের সাথে গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলতে দেখে বাড়ির লোকজন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, যুবকের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ