1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
লালপুরে কেউ করোনায় আক্রান্ত হয়নি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

লালপুরে কেউ করোনায় আক্রান্ত হয়নি

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২০

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলায় প্রায় তিন লক্ষ লোকের বাস। দেশে যখন করোনা ভাইরাসে নাযেহাল তখন উপজেলার স্ব্যাস্থ্য বিভাগের ঘুম ভাঙ্গেনি। গত এক মাসে মাত্র ৪৬ জনের নমুনা সগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। নমুনা সংগ্রহের পরিমান দিনে দুই জনেরও কম, যা একেবারে হতাসা জনক। এর মধ্যে মাত্র ৩৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল দেয়া হয়েছে। তবে আশার কথা এই যে, এদের ফলাফলে করোনা নেগেটিভ অর্থাৎ উপজেলায় এখন পর্যন্ত কেউ ্করোনায় আক্রান্ত হয়নি। তবে বাকি ১০ জনের রিপোর্ট কি হয় তা দেখার বিষয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম জানান, ৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল এপর্যন্ত মোট ৪৬ জনের নমুনা সংগ্রহ করে নাটোর সিভিল সার্জন অফিসের মাধ্যমে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৬ জনের ফলাফল পাওয়া গেছে, যাদের কেউ আক্তান্ত হয়নি, অর্থাৎ সকলেই নেগেটিভ। বাঁকি ১০ জনের রির্পোট এখনো পাওয়া যায়নি। তবে আগামী দু-একদিনের মধ্যে বাঁকি ১০ জনের রির্পোট পাওয়া যাবে। তিনি ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর সহ বিদেশ ফেরৎ সকলকে সামাজিক দূরত্ত¡ বজায় রেখে হাসপাতালে এসে তাদের নমুনা প্রদানের আহবান জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচেতন ব্যাক্তিরা জানান, ২৬ দিনে মাত্র ৪৬ জনের নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল, অর্থাৎ দিনে দুই জনেরও কম নমুনা সংগ্রহ করেছে, যা একেবারে হতাসা জনক। আবার ফলাফল পেতেও বেশ দেরি হচ্ছে ফলে সঠিক রোগী নির্নয় করতে যেমন দেরি হচ্ছে তেমনি রোগ ছড়ানোর ঝুঁকিও বাড়ছে। হাসপাতালের পরিচালক হাসপাতালে এসে নমুনা প্রদানের আহŸবান জানিয়েছেন কিন্তু হাসপাতালে এসে নমুনা প্রদানের আগ্রহ মানুষের মধ্যে নেই। তাই তালিকা ধরে অথবা স্থানীয় নপ্রতিনিধিদের সহযোগিতায় সন্দেহজনক ব্যাক্তির বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের উপর জোর দিয়েছেন সচেতন মহল। এছাড়া প্রতিদিন নমুনা সংগ্রহ ও পরীক্ষার ফলাফল ঘোষনার ব্যাবস্থা করার দাবী জনিয়েছেন তারা।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team