নাটোর প্রতিনিধি: ইমো অ্যাপস এর মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়া নেওয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে লালপুর থানার পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, উপজেলার উত্তর লালপুর এলাকার বাবুল হোসেনের ছেলে স¤্রাট (২৪), দক্ষিণ লালপুর এলাকার আজিত মন্ডলের ছেলে মিঠুন (১৯) এবং মাধবপুর মালপাড়া এলাকার সুরাত মন্ডলের ছেলে হাসান আলী (২০)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন জানান, ইমো চক্রটি একটি বিশেষ কায়দা প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছে। বুধবার রাতে অভিযান চালিয়ে ওই চক্রের তিনজন সদস্যকে মোবাইল ফোন সহ জব্দ করা হয়। পরে আটককৃতদের নামে থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আমি যোগদানের পর থেকে ইমো পার্টি নামে একটি চক্রের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এই চক্রটি প্রবাসীদের সাথে প্রতারনা করে টাকা হাতিয়ে নিচ্ছে। এবিষয়ে একাধিকবার মামলাও হয়েছে, তারপরও চক্রটির তৎপরতা থামছেনা। আমরা এই চক্রকে নির্মূল করার জন্য কাজ করছি। আশা করছি প্রবাসীরা আর প্রতারনার শিকার হবে না।
আর/এস