লালপুর (নাটোর) প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাটেরের লালপুর উপজেলার তিন ইউনিয়ন আওয়ামীলীগের তিন সভাপতি ও এক যুগ্ম সাধারণ সম্পাদককে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার সন্ধায় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যনির্বাহী সভা করে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী জিন্নাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমানকে অব্যাহতি দিয়েছে বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ।
এর আগে একই অভিযোগে এবং একই ভাবে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় এবং দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নায়েব আলী মালিথাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এসব কার্যনির্বাহী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফাতাব হোসেন ঝুলফু। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী। এসময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং স্ব স্ব ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন।
নই