লালপুর প্রতিনিধিঃ বুধবার (২১ ফেব্রুয়ারি) নাটোরের লালপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের কর্মসুচি শুরু হয়। সকালে প্রভাতফেরী,আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃতিসহ নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।
প্রভাতফেরী শেষে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনর রশিদ পাপ্পু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমূখ।
উল্লেখ্য উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান,রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।
খবর২৪ঘণ্টা.কম/নজ