নাটোরের লালপুরে ওসমান গণি (৪৫) নামের এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাঙ্গাপাড়াচিলান গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত আখের আলীর ছেলে ও কদিমচিলান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় সুত্র ও পুলিশ সুত্রে জানা যায়,
সকালে উসমান গণি ওই গ্রামের পুরাতন বাড়িতে জাহাঙ্গীরের চায়ের দোকানে বসে চা খেয়ে বের হলে ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তার উপর আক্রমান করে এলোপাতাড়ি ভাবে কুপায় ও হাত- পায়ের রগ কেটে দেয়। এতে সে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
উল্লেখ্য সে ১০নং কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুর রাজ্জাক হত্যা মামলার ১নং আসামি ছিল।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে।
বিএ/