লালপুর প্রতিনিধি: লালপুরে ইটভাটার বিরুপ প্রভাবে ব্ল্যাক টিপ রোগে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার আম’শিরোনামে গত ১৬ ও ১৭ মে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় এবং কয়েকটি অনলাইন পত্রিকায় ছবি সহ সংবাদ প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন। অবশেষে নাটোরের লালপুর উপজেলায় গড়ে ওঠা ১০টি অবৈধ্য ইটভাটা বন্ধে নোটিস দিয়েছে প্রশাসন।
জানা যায়, গত ১৬ ও ১৭ মে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় এবং কয়েকটি অনলাইন পত্রিকায় ছবি সহ সংবাদ প্রচারের পরে বিগত কয়েকদিন ধরে একই ছবি ও সংবাদ দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। অবশেষে গত মঙ্গলবার লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, উপজেলার লালপুর, আড়বাব ও বিলমাড়িয়া ইউনিয়নে গড়ে ওঠা অবৈধ ইটভাটার গ্যাস ও ধোঁয়ার কারণে অন্তত নয়টি গ্রামের ছয় শতাধিক বাগানের আম পচে নষ্ট হচ্ছে। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্থ বাগান থেকে আম সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষা করার পর ইটভাটার গ্যাসে আম ক্ষতির বিষয়টি উঠে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী সাতদিনের মধ্যে অবৈধ সব ইটভাটা বন্ধের জন্য নির্দেশ দেয়া হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানানো হয় ওই নোটিসে।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ১০টি অবৈধ্য ইটভাটা বন্ধে নোটিস দেয়া হয়েছে, এসব অবৈধ ইটভাটার কারণে বাগান মালিকরা ক্ষতিগ্রস্থ হয়েছেন। সে কারণে অবৈধ ভাটা বন্ধের জন্য নোটিস দেয়া হয়েছে। এরপরও যদি ভাটা মালিকরা ভাটা বন্ধ না করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ