লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে অজ্ঞাত নারী হত্যার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। আর এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় টুটুল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রফতারকৃত টুটুল উপজেলার আড়বাব গ্রামের মানিক আলীর ছেলে।নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ৭ অক্টোবর লালপুর উপজেলার ডহরশৌলা থেকে শ্রীরামপুরগামী রেল গেটের পাকা রাস্তার পাশে একটি লিচু বাগান থেকে একজন অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার কৃত নারীর পরিচয় জানতে মাঠে নামে পুলিশ। পরে পুলিশি তদন্তে ঐ নারীর পরিচয় মেলে। নিহত নারীর নাম লাকি বেগম (৩৫)। সে উপজেলার হাবিবপুর গ্রামের ইসমাইলের সাবেক স্ত্রী। পরিচয় নিশ্চিত হওয়ার পরে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে তৎপর হয় পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর মাগুড়া জেলার শিমুলের ঢাল নামক এলাকার একটি লেবার শেড থেকে টুটুলকে গ্রফতার করা হয় জিজ্ঞাসাবাদে টুটুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং বুধবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।টুটুল জানায়, লাকি খাতুনের সঙ্গে তাঁর ভাই ইসমাইলের বিয়ে হয়।
এরপর লাকি বেগম তাঁর দুলাভাই একই উপজেলার হাবিবপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে আসাদুলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং দুইবার বিয়ে করেন। এ নিয়ে বোনের সংসারে অশান্তি লেগেই ছিল। পরে টুটুল ও আসাদুল মিলে লাকিকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী গত ৭ অক্টোবর লাকিকে ঈশ্বরদী বাইপাসে ডেকে নেয় তারা। এরপর টুটুল ও আসাদুল মিলে লাকিকে শ্বাস রোধ করে হত্যা করে লাশ লিচু বাগানে রেখে পালিয়ে যায়।
পরে লাশটি স্থানীয়দের নজরে এলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঐ দিন অজ্ঞাত লাশটি উদ্ধার করে।
খবর২৪ঘন্টা/নই