নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বসন্তপুর রাধাকৃষ্টপুর মির্জাপুর ও রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর বিলের জলাবদ্ধতা নিরশনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবা
বিকালে বসন্তপুর বিলে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপত্বিতে প্রধান অতিথী ছিলেন লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, অনুষ্ঠানে দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সঞ্চালনায় বসন্তপুর বিলে কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আজিজুল আলম মক্কেল, আব্দুল হান্নান মাস্টার, আব্দুল কাশেম, বি এ ডি সির উপসহকারী নফসার আলী প্রমুখ।
এই সময় দুই উপজেলার কৃষকরা অভিযোগ করে বলেন এ বিলে অনাকাংখিত ভাবে শ্রেণী পরির্বতন না করে ভেকুদিয়ে পুকুর খনন করে আমাদের এ বিলে হাজার হাজার বিঘা তিন ফসলের জমি আবাদ থেকে বঞ্চিত করেছে কিছু অসাধু পুকুর চাষিরা। প্রধান অতিথী কৃষকদের কথা শুনে এক সপ্তাহের মধ্যে জলাবদ্ধতা নিরশনে বিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।
খবর২৪ঘণ্টা/নই