নিজস্ব প্রতিবেদক :
যাত্রীবাহী নৌকায় যাত্রীদের লাইফ জ্যাকেট ছাড়া রাজশাহীর পদ্মা নদীতে কোনো নৌকা চলতে দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পদ্মা নদীতে পানি বাড়ায় নৌকা ডুবির শঙ্কা থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) আমির জাফর এ নির্দেশ দেন।
তিনি খবর ২৪ ঘন্টাকে বলেন, পদ্মা নদীতে এখন পানি বেড়েছে। পানি বাড়ায় ¯্রােতের কারণে নৌকা ডুবির ঘটনা ঘটতে পারে। রোববার রাজশাহীর শ্রীরামপুর সংলগ্ন পদ্মা
নদীতে নৌকা থেকে ছিটকে দুই নারী পানিতে পড়ে যান। তাদের বসার ব্রেঞ্চের কারণে প্রাণে রক্ষা পান। পদ্মায় ভ্রমণ পিপাসুদের নিয়ে চলা কোনো নৌকাতেই যাত্রীদের রক্ষা করার জন্য কোনো লাইফ জ্যাকেট থাকেনা। তাই নৌকা ডুবিতে প্রাণহানির শঙ্কা রয়েছে। এ কারণে রোববার রাতে সংশ্লিষ্ট থানার ওসিদের এ নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের লাইফ জ্যাকেট ছাড়া কোনো নৌকা চলতে দেওয়া হবে না। বর্তমান সময়ে পদ্মা নদীতে চলা কোনো নৌকাতেই যাত্রীদের লাইফ জ্যাকেট থাকে না। লাইফ জ্যাকেট না থাকায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সার্বিক দিক বিবেচনা করে এ নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার
থেকে রাজশাহীর পদ্মা নদীর যেসব এলাকায় যাত্রী নিয়ে নৌকা চলাচল করে সেসব এলাকায় মনিটরিং করা হবে। ওসিদের এমন নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গতকাল রোববার বিকেল ৬টার দিকে চালকের অসাবধানতায় চলন্ত নৌকা থেকে দুই নারী ছিটকে পড়ে। তারা যে ব্রেঞ্চে বসে ছিলেন সেই ব্রেঞ্চ পড়ায় তারা রক্ষা পান। প্রথমে তারা ডুবে গেলে কিছুক্ষণের মধ্যে আবার ভেসে উঠেন। এরপর ব্রেঞ্চ ধরে ভেসে থাকেন। পাশে থাকা অন্য একটি নৌকা তাদের উদ্ধার করে। নৌকার চালক ও যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
আর/এস