খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জে ট্রলির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মাঝিরগাঁও সড়কের প্রভিটা পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম দাসপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রহিম মোটরসাইকেল যোগে রামগঞ্জ থেকে বেড়ি বাজারে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে দ্রুতগামী একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, নিহতর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ