লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় এক আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মিয়ারহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এর আগে একই দিন সকালে ওই গ্রামে মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে রাসেল হোসেন (১৪)। তিনি ইউপি সদস্য নজরুল ইসলামের ভাতিজা।
আটককৃত ব্যক্তিরা হলেন, বি এম শাহজালাল রাহুল দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, রাহুলের অনুসারী রাকিব হোসেন, মিনহাজুল ও সুমন হোসেন। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বুধবার সকালে দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বি এম শাহজালাল রাহুল ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পেটে ছুরিকাঘাতে মারা যায় রাসেল ও আহত হন আরও ১০ জন।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজী জানান, বুধবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে রাহুল ও নজরুলের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একজন নিহত হয়েছেন।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসান আখন জাহাঙ্গীর জানান, বুধবার সকালে এ ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাটি অনেক বড় ছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিএ/