নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শলাঙ্গা উপজেলায় ৪২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলো, ব্রাহ্মনবাড়িয়া জেলা সদরের তিতাসপাড়া গ্রামের হুমায়ন কবিরের ছেলে আব্দুল মান্নান @ ইমন (৩২), দুর্গানগর রহমত আলীর ছেলে বিল্লাল হোসেন @ বাবু (২৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর গ্রামের ইটাকুলা গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (১৮)। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল
শলাঙ্গা থানাধীন রামারচর চারমাথার মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান @ ইমন, বিল্লাল হোসেন @ বাবু, সাইফুল ইসলামকে ৪২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করে। ২টি প্রাইভেটকার জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শলাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গাঁজাগুলো সিরাজগঞ্জ জেলার থেকে সংগ্রহ করে নাটোর জেলায় বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিল।
এমকে