নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫ রাজশাহীর চলমান মাদক বিরোধী অভিযানে ৩৭ জনের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ৫ আগষ্ট চারঘাট থানাধীন জয়পুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ@ চৈতী (৫২) কে ৯৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে। সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল একই দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বিভিন্ন মাদক
স্পটে অভিযান চালিয়ে ৯ জন মাদকসেবীকে গাঁজা ও কলকিসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৩ জনক মাদকসেবীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল জেলার বড়াইগ্রাম থানাধীন গড়মাটি এলাকায় অভিযান অভিযান চালিয়ে ২৭ জন মাদকসেবীকে ৪২৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে ৬ মাস করে জেল দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা/এমকে