নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, রাজশাহীর চলমান মাদক বিরোধী অভিযানে ৪১ জন মাদকসেবীর জেল-জরিমানা দেওয়া হয়েছে।
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ১২ জুন নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার লিটার চোলাই মদ ও গাঁজাসহ ১৬ জন মাদকসেবীকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জন আসামীকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয় ও ২ জন আসামীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল নওগাঁ জেলার আত্রাই থানাধীন পতিসর এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জন আসামীর প্রত্যেকের নিকট হতে তিন হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ১২ জুন রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১০ জন মাদকসেবীর প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা/এমকে