খবর২৪ঘণ্টা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার হ্নীলা ইউপির নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মো. শওকত , বশির আহমেদ, আবুল হোসেন, মো. হোসেন, মো. হাসান, আব্দুল গনি, মো. জুবায়ের, জিয়াদুল হক ও মো. ফারুক। আহত বাকি চারজনের নাম জানা যায়নি। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও রোহিঙ্গা সূত্রে জানা যায়, সোমবার রাত নয়টার দিকে ক্যাম্পের ভেতরে জকির ও আমান উল্লাহসহ রোহিঙ্গা সশস্ত্র একটি সন্ত্রাসী দল কাপড় ব্যবসায়ী নূর নবীর কাছে চাঁদা দাবি করে । এ সময় তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ১৩ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে নয়াপাড়া গণস্বাস্থ্য ক্লিনিকে নেয়া হয়। আহত নয় জনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এতে পুরো রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ মনির বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।
এমকে